ঝিনাইদহ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১০ নম্বর বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খান দিপু খানের পিতা মোসলেম উদ্দিন খান (৯০) মঙ্গলবার সকালে শিতালী গ্রামের নিজ বাড়িতে মারা গেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ আসর তার গ্রামের বাড়ি শীতালিতে বাইতুল মামুর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে শিতালি গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে স্ত্রী নাতি নাতনি রেখে গেছেন।তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ।