আসলাম চৌধুরী

ফুলের মতো ফুটবে আগামী প্রজন্ম

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৩:১৭ পিএম
ফুলের মতো ফুটবে আগামী প্রজন্ম

 ফুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফুল মনের জড়তা, সংকীর্ণতা দূর করে মানুষের মনকে নির্মল আনন্দ দেয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফুলের ব্যবহার হয়ে থাকে। আগামী প্রজন্মের মনে ফুলের মাধুর্যকে ফুটিয়ে তুলতে সহায়তা করবে এ ফুল উৎসব। বৃহস্পতিবার বিকালে ডিসি পার্কে ফুল উৎসবে মাল্টিকালচারাল  ফেস্টিবেল অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধূরী এফসিএ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফুল মানুষকে যেভাবে সুবাস ছড়িয়ে মানুষ ও পরিবেশের সৌন্দর্যকে রক্ষা করে  ঠিক তেমনিভাবে যেন ফুলকে অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার( ভুমি)  আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহমান জাদির, চট্টগ্রাম রেভিনিউ ডেপুটি কালেক্টর আলাউদ্দিন, বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, কাজী মহিউদ্দিন, মোঃ মোরছালিন, ফজলুল করিম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ফুল পবিত্রতার প্রতীক। আমরা মানুষকে যখন আর্শীবাদ জানাই তখন বলি, তোমার জীবন ফুলের মত সুন্দর হোক। তাইতো ফুল উৎসব। আগে এ জায়গাটা মাদকের অভয়ারণ্য ছিল। দখলদার ও সন্ত্রাসীদের হাত থেকে ১৯৪ একর জায়গাকে উদ্ধার করে ফুলের পবিত্র ভূমিতে উন্নীত করতে পেরে আনন্দ অনুভব করছি। মাল্টিকালচারাল  ফেস্টিবেলের সমাপনিতে  ১২টি দেশের শিল্পীদের গানের মাধ্যমে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে