মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হওয়ায় স্বাধীনভাবে মুক্ত বাতাসে কথা বলতে পারছি। তরুণদের রক্তের কাছে আমরা ঋণী। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কথা বলতে গেলে গ্রেফতার আতংকে থাকতে হতো। সে সময় কথা বলতে গেলেই হামলা মামলার ভয়ে ভয়ে দিন পার করেছি। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পতন হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শৈলকুপা সম্মিলিত প্রান্তিক খামারি পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার প্রান্তিক খামারিদের উন্নয়নে বদ্ধপরিকর। তাদের জন্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে। গবাদিপশু হাঁস মুরগী পালনে ভ্যাকসিন সহজলভ্য ও পর্যাপ্ত রাখার আশ্বাস দেন। খামারিদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া, তাদের প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা হয়েছে। এক প্রশ্নোত্তরে তিনি বলেন, বাওড় ও জলমহল জেলেদের কাছে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে তিনটি মন্ত্রনালয় কাজ করেছন। পাশা পাশি দুগ্ধ উৎপাদনে খামারিদের লাভবান করতে হাব তৈরীর আশ্বাস দেন। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা তামাক চাষে চাষীদের নিরুৎসাহিত করে বলেন, তামাক চাষ বন্ধ করে নিজ নিজ জমিতে খাদ্যবান্ধব ফসল চাষ করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সকলের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। প্রান্তিক খামারি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট আসাদুজ্জামান, পাকিস্থান দূতাবাসের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এছাড়াও আরো বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, আমেরিকার হোয়াইট ব্রিজ কোম্পানীর সিওও গ্যাবরিয়াল পিনেদাছ, হোয়াইট ব্রিজ কোম্পানীর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাহফুজুর রাহমান, এলডিডিপির প্রকল্প পরিচালক ডা জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডীন ড আমিনুল হক, জেলা প্রাণিসস্পদ অফিসার ডা: এ,এস,এম আতিকুজ্জামান, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের অন্যতম মুখপাত্র হুমায়ন কবির বাবরসহ উপজেলার বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের খামারি। অনুষ্ঠানে প্রান্তিক খামারিরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উপদেষ্টা ফরিদা আখতার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রান্তিক খামারি সমাবেশে সভাপতিত্ব করেন শৈলকুপা সম্মিলিত প্রান্তিক খামারির সভাপতি তরিকুল ইসলাম তুর্কি।