চট্টগ্রামের হাটহাজারীর সরকারহাট বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কল্যান পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সম্প্রতি স্মারক লিপি পেশ করা হয়েছে। চট্টগ্রাম - নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে যানযট নিরসন, পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে এই স্মরক লিপি প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আলী আকবর চৌধুরী ও ওসমান গনি স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে উত্তর হাটহাজারীতে সরকারহাট বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। মির্জাপুর ইউনিয়নসহ আশেপাশের গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, ধলই ইউনিয়ন এবং রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন কয়েক হাজার লোকজন মাছ, কাঁচা বাজার, মুদি বাজার, বাজার সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিককে নিত্য প্রয়োজন মিটাতে আসা যাওয়া করে থাকে। তাছাড়া বাজার সংলগ্ন স্থানে রয়েছে মির্জাপুর উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়,মির্জাপুর বাকেরীয়া মহিলা দাখিল মাদ্রাসা ও হেফজখানা, মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর পালি ডিগ্রী কলেজ, হিন্দু ও বৌদ্ধদের মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কিছু নূরানী মাদ্রাসা, প্রায় ৮টি বিশাল মার্কেট, কাঁচা, তরিতরকারি, মাছ, মাংস ও সবজি মার্কেট, প্রায় দুই হাজার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ইউনিয়ন ভূমি অফিস, ১১টি বানিজ্যিক ব্যাংক, ৩ টি কেজি স্কুল, ২ টি জামে মসজিদ, পাশে হিন্দু ধর্মাবলম্বীদের একাধিক মন্দির ও উপসনালয় রয়েছে । ফলে সরকারহাট বাজারটি দৈনিক প্রায় ১৫ ঘন্টা জমজমাট থাকে। মহাসড়কের উপর ও সংলগ্ন স্থানে বাজার ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট উচ্ছেদ করে মহাসড়ক যানযট মুক্ত রাখতে সম্প্রতি মহাসড়ক সম্প্রসারসের সময় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ ভাবে স্থাপিত স্থাপনা উচ্ছেদ করেন কর্তৃপক্ষ। সড়কের সম্প্রসারন কাজ শেষ হলে এই মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশে মহাসড়কের কার্পেটং স্থান থেকে নিরাপদ দূরত্ব বাজায় রেখে সড়কে বিপুল অর্থ ব্যয় করে দুইটি বিশাল নালা নির্মাণ করে দেন। যাতে করে নালা সংলগ্ন সড়কের কার্পেটিং স্থান জন ও শিক্ষার্থী চলাচল নির্বিঘ্ন করা যায়। তাছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ও প্রতিদিনের মাছ বাজারে নোংরা, আবর্জনার পানি নিস্কাষনের মাধ্যমে বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায়। কিন্ত এক শ্রেনী ব্যবসায়ী, দোকানদার জনস্বার্থ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা না করে মহাসড়কের কাপের্টিং ও সড়ক কর্তৃপক্ষের বিপুল অর্থ ব্যয় করে নির্মিত নালার অবৈধ দখল করে ব্যবসা করছে। এমনকি বাজারে স্থাপিত যাত্রী ছাউনিতে বসে ও মালামাল বিক্রি করছে। তাছাড়া মহাসড়কের দুই পাশে কার্পেটং এর উপর কিংবা কার্পেটং সংলগ্ন স্থানে সিএনজি চালিত অটো রিক্সা ও ব্যাটারী চালিত রিকশা, জীপ, মিনি ট্রাকসহ নানা প্রকার গাড়ি পার্কিং করে রেখে নিরাপদে জনও শিক্ষার্থী চলাচল বাধাগ্রস্থ করছে। এতে করে এই মহাসড়কে যানযট নিত্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। নিরাপদ চলাচলের জন্য ফুটপাত না থাকায় লোকজন সীমাহীন ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়ে বাধ্য হয়ে গন্তব্যে যেতে হয়। ঝুঁকি নিয়ে মহা সড়কের উপর দিয়ে চলাচল করতে গিয়ে বিগত ৬ মাসে এই বাজারে প্রায় ১৫/১৬টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে করে গাড়ি যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মহাসড়কের পাশে বাজার থাকায় বাজারের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থী পাঠাতে অভিভাবকেরা ভয় পেয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য পাঠিয়ে ও ়অভিভাকেরা যতক্ষণ না তাদের সন্তানেরা নিরাপদে বাড়ি ফিরে না যায় ততক্ষণ আতংকে থাকতে হয়। আবেদনে উল্লেখিত বিষয়াদি গুরুত্ব সহকারে বিবেচনা করে মহাসড়ক সংলগ্ন স্থান থেকে বাজার সরিয়ে দিয়ে, লোকজনের নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে চলাচলের জন্য ফুটপাত করে দিতে ইউ এন ও সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি আশু প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে আবেদনে। ইউ এন ও আবেদন গ্রহন করে এ ব্যাপারে জনস্বার্থে জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আবেদনকারীদের আশ্বস্ত করছেন বলে আবেদনকারীরা গণমাধ্যমকে জানিয়েছে। স্মারক লিপির অনুলিপির কপি জনস্বার্থে ও সি হাটহাজারী মডেল থানা, ৩নং মির্জাপুর ইউ পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠনে ও প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন স্মারক লিপি প্রদানকারীরা।