রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৫ পিএম : | আপডেট: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৫ পিএম
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

 পার্বত্য এলাকায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, এই কলেজ ইংরেজি শিক্ষার ভিত আরো মজবুত করতে বাংলা ছাড়া অন্যান্য বিষয়ের সাথে ইংরেজি কারিকুলামে পড়ানোর লক্ষ্য রয়েছে। আশাকরি এই কলেজের শিক্ষার্থীরা ইংরেজী চর্চার মাধ্যমে ইংরেজীতে ভালো করতে পারবে। রোববার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পৌর এলাকার রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটির সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ হোসেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, পার্বত্যাঞ্চলে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। তাই পার্বত্যাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষকরা থাকতে চান না। আশা করছি এই কলেজ শিক্ষার গুণগহত মান উন্নয়নে কাজ করবে। তিনি বলেন, যোগাযোগ এই দেশের অন্যতম মাধ্যম। আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি রামগড়, খাগড়াছড়ি, খাগড়াছড়ির মানিকছড়ি ও রাঙ্গামাটির মানিকছড়ি বেতবুনিয়া সড়ক চার লেইনে যাতে উন্নিত করা হয়। তাই এই ব্যাপারে আমরা কাজ করছি। আশাকরি আমরা শুরু করতে পারবো।  রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, এখানে পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় যে মিনি চিড়িয়াখানাটি ছিল সেখানে লোকজন আসতো না। এই এলাকাটি তেমন নিরাপত্তা ছিল না। যার কারণে আমি মিনি চিড়িয়াখানাটি বন্ধ করে দিয়েছি। এইস্থলে পার্বত্যাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে কলেজ করা হচ্ছে। আর এই কলেজের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষার মান আরো বেশী এগিয়ে নিয়ে যেতে পারবে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মান প্রকল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাথমিক ভাবে তিন কোটি থাকা অর্থ বরাদ্ধ দেওয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে