দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবিতে সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার চাপরাইল বাজারে এ সমাবেশ করে দলটি। সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক নুরুল ইসলাম , সাইদুল ইসলাম , ইলিয়াস রহমান মিঠু , উপজেলা যুবদলের আহব্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল , উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মারুফ বিল্লাহ প্রমুখ । কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য প্রভাষক মুসা করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথীর বক্তেব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন , ভোট না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। দ্রুত ভোট দিয়ে নিজেদের সম্মান বজায় রাখুন অন্যথায় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে । সে সময় তিনি বিগত সরকারের ডামি নির্বাচনেরও কঠোর সমালোচনা করেন । এ ছাড়া সমাবেশে বিশেষ অতিথীর বক্তব্যে বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গিকার করে বলেন , সব অবস্থায় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে।