সিলেটে আবারও ভূমিকম্প, স্থানীয় ফল্ট লাইনেও বড় ঝুঁকির ইঙ্গিত

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:২৯ পিএম
সিলেটে আবারও ভূমিকম্প, স্থানীয় ফল্ট লাইনেও বড় ঝুঁকির ইঙ্গিত

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে ৩.৪ মাত্রার এ কম্পন সারা শহরকে কাঁপিয়ে তোলে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। মৃদু হলেও এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর মাত্র এক মিনিট আগে দেশের দুটি পৃথক অঞ্চলে-চট্টগ্রাম ও সিলেটে-দুটি ভিন্ন ভূমিকম্প রেকর্ড হয়। ধারাবাহিক এই কম্পন সিলেটবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।

এর আগে ২১ নভেম্বর সিলেটসহ সারাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা কয়েক সেকেন্ড স্থায়ী হলেও ব্যাপক ভীতি সৃষ্টি করে। সাম্প্রতিক সময়ের বারবার ভূমিকম্প বিশেষজ্ঞদেরও উদ্বিগ্ন করে তুলেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, সিলেট শুধু বাইরের উৎস থেকে আসা ভূমিকম্পে কাঁপছে না; বরং এলাকার ভেতরেই সক্রিয় থাকা ফল্ট লাইনগুলো বড় ধরনের ঝুঁকির সংকেত দিচ্ছে।

তিনি বলেন, “ডাউকি ফল্ট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। কিন্তু কপিলি ফল্টে জমে থাকা শক্তি আরও বড় বিপদের ইঙ্গিত দিতে পারে।”

অধ্যাপক মুশতাক আরও জানান, সিলেট অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন অত্যন্ত নাজুক। সুরমা বেসিনের নিচ দিয়ে ছড়িয়ে আছে সিলেট ফল্ট, সুরমা ফল্ট, ডাউকি ফল্ট, আটগ্রাম-ভৈরব লাইনামেন্ট ও চট্টগ্রাম-ত্রিপুরা ফোল্ড বেল্টসহ একাধিক সক্রিয় ফল্ট লাইন। এগুলোর যেকোনো একটি সক্রিয় হলে মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের এমন ধারাবাহিকতা বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস নাও হতে পারে, তবে এটি অঞ্চলের ভূগর্ভস্থ গতিশীলতার পরিবর্তনকে ইঙ্গিত করে, যা গভীরভাবে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

সিলেটে ভূমিকম্পের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়রা আতঙ্কিত হলেও বিশেষজ্ঞরা শান্ত থাকার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে