অতিরিক্ত ভাড়া আদায়: অভিযান চালিয়ে যাত্রীদের টাকা ফেরত দিলেন ইউএনও

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৭:৩৪ পিএম
অতিরিক্ত ভাড়া আদায়: অভিযান চালিয়ে যাত্রীদের টাকা ফেরত দিলেন ইউএনও

ঈদুল ফিতরের ছুটি কাটানো শেষে ফের কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নেত্রকোনার কলমাকান্দায় বেশ কয়েকটি বাস ও অটো স্টেশনে পরিবহনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ এপ্রিল) দশটার দিকে রেন্টিতলা মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত  এ অভিযান পরিচালনা করেন। অভিযানে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কলমাকান্দা থেকে ঢাকায় চলাচলকারী পরিবহনগুলো টিকিট মূল্য ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে শনিবার দশটার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযানে অটো ও বাস পরিবহনসহ বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সেজন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। এ-সময় থানা পুলিশের সদস্যরা সহযোগিতায় ছিলেন।

ভাড়া ফেরত পাওয়া যাত্রী কাউসার আহমেদ শুভ বলেন, ঈদের আগে ও পরে সমসময়ই জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে। আমি ঢাকায় যাচ্ছিলাম বাস ভাড়া ৬৫০ করে দুইটি টিকিট ১৩০০ টাকায় নিয়েছি। এখন ইউএনও স্যারের মাধ্যমে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো।

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত সাংবাদিকদের বলেন, ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে স্টেশনগুলোতে। সাধারণ মানুষের কাছ থেকে যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে জন্য মনিটরিং করছি। সেই সাথে যাত্রীদের সাথে কথা বলছি যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদের টাকাটা ফেরত দেওয়া ব্যবস্থা নিচ্ছি এবং সতর্ক করা হচ্ছে এরপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে