আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ব্রুক

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৮:৩২ এএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৫২ পিএম
আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ব্রুক

কয়েক দিন আগের ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এই নিয়ে টানা দুইবার আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন তিনি। ফলে তাকে দুই বছরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে এ বিষয়ে অবহিত করা হয়েছে। ব্রুক অবশ্য আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার আগেই জানতেন যে আইপিএলের নিয়মানুযায়ী তাকে নিষিদ্ধ করা হতে পারে সব জেনেশুনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুক্তি হওয়ার পর কোনো বিদেশি খেলোয়াড় আইপিএল মৌসুম থেকে সরে দাঁড়ালে বিসিসিআইয়ের নতুন নীতিমালা অনুযায়ী এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। গত নভেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল। তবে আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে না খেলার কারণ হিসেবে তিনি ইংল্যান্ড দলের সঙ্গে তার আসন্ন ব্যস্ত সূচিকে উল্লেখ করেছেন। এক বিসিসিআই কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে নিশ্চিত করে বলেন, ‘ইসিবি ও ব্রুককে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে বিসিসিআই নীতিমালা অনুযায়ী তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নীতিমালা গত বছর আইপিএল নিলামে নাম নিবন্ধনের আগে প্রতিটি খেলোয়াড়কে জানানো হয়েছিল। এটি বোর্ডের একটি নীতি এবং প্রতিটি খেলোয়াড়কে এর প্রতি সম্মান জানাতে হয়।’ ব্রুকের নিষেধাজ্ঞার ব্যাপারে ইতোমধ্যে ব্রুক এবং ইসিবিÑউভয়কেই বিসিসিআইয়ের সিদ্ধান্ত জানানো হয়েছে। আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সময় ব্রুক বলেছিলেন, ‘আমি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে অকপটে ক্ষমা প্রার্থনা করছি।’ তিনি আরো বলেন, ‘আমি ক্রিকেটকে ভালোবাসি। ছোটবেলা থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার প্রিয় খেলাটি এই পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। যাদের ওপর আমি ভরসা করি তাদের পরামর্শে আমি এই সিদ্ধান্তটি গভীরভাবে বিবেচনা করেছি। ইংল্যান্ড ক্রিকেটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং আমি আসন্ন সিরিজের প্রস্তুতির জন্য পুরোপুরি মনোযোগ দিতে চাই। এটি করতে হলে আমার কিছুটা সময় দরকার নিজেকে নতুন করে তৈরি করার জন্য, কেননা এটি ছিল আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে ব্যস্ত সময়কাল।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW