আগৈলঝাড়ায় আছিয়া ধর্ষকদের বিচারের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৩:০২ পিএম
আগৈলঝাড়ায় আছিয়া ধর্ষকদের বিচারের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকর ও দেশব্যাপী সকল ধর্ষণ- নিপীড়নের বিচার দাবিতে সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে উপজেলা মহিলা দল।

 আগৈলঝাড়া উপজেলা মহিলা  দলের উদ্যোগে বিএনপি’র দলীয় কার্যালয় সমূখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে বরিশাল জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে। এরপরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, জেলা মহিলা দলের সদস্য রাশিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিয়া খানম, উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজ শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহামেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মো.বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত খান মনু ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো.সেলিম সরদার প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে