বোরহানউদ্দিন এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

এফএনএস (ফয়সাল আহমেদ; বোরহানউদ্দিন, ভোলা) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৬:৫৬ পিএম
বোরহানউদ্দিন এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংক লিমিটেড উপশাখার মাধ্যমে  শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার  ১৮ মার্চ, ব্যাংকের এফবিপি এন্ড জোনাল হেড, বরিশাল ও খুলনা জোন এর মোঃ আবদুল হালিম এর সভাপতিত্বে  প্রধান অতিথি  হিসেবে উপশাখার উদ্বোধন করেন ভোলা-২ আসন(বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি বলেন- প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের মূল লক্ষ্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করা। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহজে ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুল হক সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রিন্সিপাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং কানেক্টেড এনআরবি ব্যাংক পিএলসি সহ ভোলা শাখা ব্যবস্থাপক মোঃ আরিফুল হক , বাংলাবাজার শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল হক, , চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন ও লালমোহন শাখার ব্যবস্থাপক মোঃ শিহাব উদ্দিন, বোরহানউদ্দিন হেড ইনচার্জ মো: আল আমিন সহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে