আমারদেশ পত্রিকা সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০১:০৬ পিএম
আমারদেশ পত্রিকা সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান'সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দৈনিক আমারদেশ পাঠক মেলা উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক আমারদেশ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও শহর বিএনপির সদস্য সচিব ও দৈনিক আমারদেশ পাঠক মেলা'র আহবায়ক অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডক্টর অ্যাসো: অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, এনডিএফ জেলা শাখার সাধারণ ডা. মোহাম্মদ সুজন শরীফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ভূইয়া, বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতির জেলা শাখার সহ-সভাপতি মো. জামাল হোসেন, মুন্সীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম বায়জিদ, বাংলাদেশ প্রতিদিনের মো. জসিম উদ্দিন।সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাজী বিপ্লব হাসান

 এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আদর্শ মাদরাসার প্রভাষক হাফিজুর রহমান, নাগরিক টিভি প্রতিনিধি মো. জুয়েল রানা, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মো. নাজির হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মমিন বিশ্বাস, ভোরের সময় প্রতিনিধি শামসুল হুদা হিটু, দৈনিক জনতার নাছিমা আক্তার, দৈনিক খবরপত্রের মো. হুমায়ুন কবির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা, ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুন্ঠন কারী মোস্তফা কামাল'কে অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।মামলা প্রত্যাহার না হলে  পরবর্তী তে মেঘনা গ্রুপের পণ্য বয়কট করার আন্দোলন শুরু হবে বলে মানব বন্ধনে জানান হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে