ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর ২টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মার্চ, ২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী প্রধান অতিথি ও থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন।
এ সভায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, মোঃ বদরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল, আব্দুস সালাম মোল্যা ও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারবাইজার মোঃ কামাল হোসেন প্রমূখ।
এ আইন-শৃঙ্খলা সভায় আসন্ন ঈদে উপজেলা পদ্মা নদীর গোপালপুর-মৈনট ঘাটে যাত্রী ভোগান্তি দুরিকরন, ঝুঁকিহীন পদ্মা পারাপার, অতিরিক্ত ভাড়া আদায় নিরসন, ঈদ বাজার ব্যাবস্থাপনায় যানজট নিরসন, বখাটেপনা রোধ, মাদক নিয়ন্ত্রন ও চুরি ডাকাতি নিরোধের লক্ষ্যে বিশদ আলোচনা হয়।