বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম নির্ভরযোগ্য গোলকিপার আলিসন বেকার চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। এর আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছিলেন এদেরসনও।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জয় পেলেও দাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান আলিসন। কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর শুশ্রূষা নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে সতর্কতার অংশ হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও ক্লাব লিভারপুল নিশ্চিত করেছে যে, চিকিৎসার জন্য আলিসন ইংল্যান্ডে ফিরে গেছেন। লিভারপুলের মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করবে।
আলিসনের অনুপস্থিতিতে ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেতে পারেন পালমেইরাসের অভিজ্ঞ গোলকিপার ওয়েভেরতন। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ইতোমধ্যেই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিষিদ্ধ হয়েছেন সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস ও মিডফিল্ডার ব্রুনো গিমারেস। তাদের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে পিএসজির ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটনের মিডফিল্ডার হোয়াও গোমেজকে। এছাড়া বাঁ ঊরুর চোটের কারণে ছিটকে গেছেন মিডফিল্ডার গারসন। তার স্থলে আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট রক্ষা করার জন্য এখন তিনজন গোলকিপার আছেন—পালমেইরাসের ওয়েভেরতন, আল নাসরের বেন্তো এবং লিঁওর লুকাস পেরি। তবে অভিজ্ঞতার বিচারে ওয়েভেরতনের মাঠে নামার সম্ভাবনা বেশি।
২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া ওয়েভেরতন এখন পর্যন্ত মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পেনাল্টি ঠেকানোর বিশেষ দক্ষতার জন্য পরিচিত এই গোলকিপার সর্বশেষ ২০২৩ সালে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন। অন্যদিকে, বেন্তো মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, আর লুকাস পেরি জাতীয় দলে এখনো অভিষেক ঘটাননি।
আলিসনের চোট শুধু ব্রাজিল নয়, লিভারপুলের জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল আগামী ২ এপ্রিল এভারটনের বিপক্ষে মাঠে নামবে। ক্লাবের চিকিৎসকরা আলিসনের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।