অ্যানিমেশনপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে আসছে ওয়াল্ট ডিজনি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘কোকো’র সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ডিজনি সিইও বব আইগার সম্প্রতি এক সভায় শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য নিশ্চিত করেন। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘কোকো’ এবার আরও আকর্ষণীয় গল্প ও মনোমুগ্ধকর ভিজ্যুয়ালের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে আসছে।
বব আইগার জানান, ছবিটি বর্তমানে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এতে থাকবে আবেগ, হাসি এবং দুঃসাহসিক অভিযানের এক চমৎকার মিশ্রণ। তিনি আরও বলেন, শিগগিরই সিনেমাটির বিস্তারিত প্রকাশ করা হবে।
‘কোকো ২’ পরিচালনা করবেন মূল চলচ্চিত্রের নির্মাতা লি আনক্রিচ ও এড্রিয়ান মোলিনা। ২০২৯ সালে মুক্তি পাওয়ার লক্ষ্যে সিনেমার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া, ‘টয় স্টোরি ৪’ ও ‘ইনসাইড আউট ২’-এর অস্কারজয়ী প্রযোজক মার্ক নিলসেনও প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন এই প্রকল্পের সঙ্গে।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোকো’ বিশ্বব্যাপী প্রায় ৮১৫ মিলিয়ন ডলার আয় করে এবং দুটি অস্কার জিতে নেয়। ছবির কাহিনিতে ১২ বছর বয়সী মিগুয়েলের সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন ও তার পারিবারিক ঐতিহ্যের টানাপোড়েন তুলে ধরা হয়েছিল। সংগীত নিষিদ্ধ থাকা পরিবারে বেড়ে উঠেও মিগুয়েল এক রহস্যময় যাত্রায় ‘ল্যান্ড অব দ্য ডেড’-এ পৌঁছে যায় এবং নিজের পারিবারিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করে।
চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন গেইল গার্সিয়া বার্নাল, বেনজামিন ব্র্যাট, আলানা উবাচ ও গ্যাব্রিয়েল ইগলেসিয়াসসহ আরও অনেকে। সিক্যুয়েলে তাদের মধ্যে কতজন ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘কোকো ২’ নিয়ে অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ডিজনির পক্ষ থেকে এই সিনেমার প্লট বা চরিত্র সংযোজন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও আগের ছবির মতো এটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন এই চলচ্চিত্র নিয়ে আরও তথ্য জানার জন্য অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।