নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরির জন্য দুঃসংবাদ। পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে ফেরার পরিকল্পনা থাকলেও ইনজুরির কারণে সেই প্রত্যাবর্তন আর সম্ভব হলো না। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ডান কাঁধের চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় সিরিজের বাকি দুই ম্যাচে খেলা হবে না হেনরির।
গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় কাঁধে আঘাত পান হেনরি। সেই চোটের কারণে ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে পারেননি। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া এই পেসার পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে দলে থাকলেও ইনজুরির কারণে খেলতে পারছেন না। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন তিনি।
হেনরির অনুপস্থিতিতে তার পরিবর্তে দলে থাকছেন জাকারি ফকস। প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া এই তরুণ পেসার এবার সিরিজের শেষ দুই ম্যাচেও মাঠে নামার সুযোগ পাবেন। প্রথম দুই ম্যাচে তিনি ৪৩ রান খরচ করে একটি উইকেট শিকার করেছেন। তবে তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পাননি।
এছাড়া নিউজিল্যান্ড দলে উইল ও’রুর্ককেও রাখা হয়েছে। যদিও সিরিজের প্রথম তিন ম্যাচের দলে থাকলেও এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। শেষ দুই ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল, স্পিনার ইশ সোধি ও পেসার জ্যাকব ডাফি সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেছেন। জেমস নিশাম ও বেন সিয়ার্স খেলেছেন দুটি করে ম্যাচ।
বর্তমানে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল, আর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৬ মার্চ।
নিউজিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল হে (উইকেটরক্ষক), টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, জাকারি ফকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, জ্যাকব ডাফি, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স ও ইশ সোধি।