ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা। “মুক্তাগাছাবাসী” ব্যানারে সর্বস্তরের মানুষ সোমবার সকালে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সকাল ১১টায় মুক্তাগাছার কেন্দ্রীয় বড় মসজিদের সামনে ট্রাকে স্থাপিত অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা আব্দুল হালিম কাসেমী, মাওলানা আব্দুল হাই গাড়াইকুটি, মাওলানা আমানুল্লাহ, মুফতি আকরাম হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা জাকির হোসেন মোকাররমী, মাওলানা নজরুল ইসলাম আজাদী ও ড. মাকামে মাহমুদসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা ইসরাইলকে মানবতার শত্রু আখ্যায়িত করে বলেন, "ইসরাইল ফিলিস্তিনে নির্মমভাবে শিশু, নারী ও নিরীহ মানুষদের গুলি করে পাখির মতো হত্যা করছে। গাজা ও রাফায় প্রতিনিয়ত রক্ত ঝরছে। এ গণহত্যা ইতিহাসের জঘন্যতম অধ্যায়।"
তারা বিশ্ব মুসলিম নেতৃত্বের নির্লিপ্ত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিশ্বের মুসলিম নেতারা শুধু আসন আঁকড়ে বসে আছেন। ওআইসি নীরব দর্শক হয়ে মানবতার বিপর্যয় প্রত্যক্ষ করছে। অথচ সাধারণ মানুষ চুপ থাকতে রাজি নয়। মুসলিম জনতা জিহাদের জন্য প্রস্তুত ।"
সমাবেশে ভারতের সাম্প্রতিকক ওয়াকফ বিলেরও তীব্র সমালোচনা করা হয়। বক্তারা বলেন, "ভারত এখন এশিয়ার আরেক ইসরাইল। মুসলিম নিধনের নতুন ফন্দি আঁটছে। ওয়াকফ বিল মুসলিমদের ধর্মীয় অধিকার হরণের এক গভীর চক্রান্ত।" সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।