ইসলামী আন্দোলন গজারিয়া উপজেলা শাখার ইফতার পার্টি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৩২ পিএম
ইসলামী আন্দোলন গজারিয়া উপজেলা শাখার ইফতার পার্টি

ইসলামী আন্দোলন গজারিয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বালুয়াকান্দি মায়ামী ডিনার রেস্টুরেন্ট অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন গজারিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মুজিবুর রহমান, শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক, মাওলানা মো. আজহারুল ইসলাম, মাওলানা আব্দুল হক, মাওলানা মো. হামিদুর রহমান, মুফতি আব্দুর রহিম, মাওলানা মো.মাহমুদুল হাসান, মুফতি আফজাল হোসাইন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, 'আওয়ামী লীগ সরকার ছিলো ইসলামের দুশমন। লক্ষ লক্ষ আলেমকে বিনা অপরাধে জেলে আটকে রেখেছিলো তারা। নিরপরাধ আলেমদের চোখের পানি আল্লাহ সহ্য করেননি। হাসিনা আজ ক্ষমতা ছাড়া, বাংলাদেশ ছাড়া'।

প্রধান অতিথি মাওলানা মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী বলেন, ' মুক্তিযুদ্ধের চেতনার নামে সাধারণ জনগণকে জাহেলিয়াতে নিমজ্জিত রেখেছিলো হাসিনার সরকার। জনগন হাসিনার ধোঁকাবাজি ধরে ফেলেছে। হাসিনা যে পথে বিদায় হয়েছে হাসিনার দোসরদের ও একই পথে বিদায় করা হবে। বাংলাদেশ স্বাধীনের পর বেশ কয়েকটি দল এখনো পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কিন্তু তারা কেউ জনবান্ধব শাসনব্যবস্থা নিশ্চিত করতে পারিনি। হাজার সমস্যার একটাই সমাধান ইসলামী হুকুমত কায়েম করা। জনগণকে আমরা বলবো আপনারা একবার ইসলামী দলগুলোকে রাষ্ট্র চালানোর সুযোগ দিয়ে দেখুন'। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন ইসলামী আন্দোলন গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান সরকার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে