কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারে ক্যাবল ব্যবসায়ী মোঃ মাহিন মিয়ার গ্রাহকদের ক্যাবল ও ওয়াইফাই এর তারের লাইন প্রতিপক্ষ নুরুল কবিরের নির্দেশে মোঃ কাদির সহ তার কয়েকজন লাইন ম্যানদের দিয়ে গ্রাহকদের ওয়াইফাইয়ের লাইন কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাটি ঘটে গত ১০ এপ্রিল রাত সারে ৮ টার দিকে পিরিজপুর বাজারস্থ রকি মিয়ার হোটেলের সামনে। অভিযোগ সূত্রে জানা গেছে, কবির মিয়া ও তার শ্যালক মোঃ কাদির মিয়া বিভিন্ন মানুষদের কে গত কয়েক বছর ধরে নানা ভাবে প্রতারণা করে মিথ্যা মামলায় ফাসিয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এছাড়া এলাকার নিরীহ মানুষদের কে হয়রানি করে এলাকায় মামলা না দিয়ে চট্টগ্রাম তার নিজ এলাকায় মামলা দিয়ে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গতকাল সরজমিন গেলে ওয়াইফাই ও ক্যাবল ব্যবসায়ী মাহিন মিয়া দাবী করেন, নামদারি সাংবাদিক নুরুল কবির ও তার লোকজন দিয়ে তার গ্রাহকদের লাইন কেটে লক্ষাদিক টাকার ক্ষতি সাধন করেছে। তিনি বলেন, তার বিরুদ্ধে গেলেই মানুষদের কে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা খবর চাপানোই তার এক মাত্র কাজ। এ ব্যাপারে ডিস ও ওয়াইফাই ব্যবসায়ী মাহিন মিয়া বাদী হয়ে মোঃ কাদির মিয়া, নুরুল কবির সহ কয়েক জনের নামে বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেন। অপর ব্যবসায়ী মোঃ নুরুর কবির কে মুঠো ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন কে বার বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভট করেননি।