গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষের পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্র, দিনব্যাপী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার বিকালে বর্ষবরণে দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন এবং আনন্দ আলোচনা সভায় ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরের সার্বিক ব্যবস্থাপনা ও। পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের মোঃ টিপু প্রমুখ।
দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফ্যাস্টুন প্রদর্শন করে। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা বর্ষবরণে মনোজ্ঞ গান পরিবেশন করেন।