কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দিল ভূরুঙ্গামারী প্রেস ক্লাব

এফএনএস(এস. এম গোলাম মোস্তফা; ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৭:৫৯ পিএম
কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দিল ভূরুঙ্গামারী প্রেস ক্লাব

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ গোলাম ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগান্তর পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু।

আলোচনা শেষে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার তার বক্তেব্য বলেন, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া যাবে না। মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি সীমান্তবর্তী ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সাংবাদিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে