তেঁতুলিয়ায় ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ পিএম
তেঁতুলিয়ায় ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবীতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে বাদ আছর নামাজের পর তেঁতুলিয়া উপজেলাবাসীর সম্মিলিত ব্যানারে চৌরাস্তা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘‘ইসরাইলি পণ্য বর্জন, গণ্যহত্যা বিচার চাই, বিশ্বমুসলিম এক হও, ফিলিস্তিন স্বাধীন করো’’ ইত্যাদি স্লোগান আর প্লাকার্ডে মুখরিত করে তুলে। পরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ঐতিহাসিহক তেঁতুলতলায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওবায়দুল, ঢাবির শিক্ষার্থী মুক্তারুজ্জামান মুক্তার, ছাত্রদলের সদস্য সচিব সবুজ, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিপ্লব, উপজেলা যুবদলের আহবায়ক এনাম, জামাতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়ার নেতা জাহাংগীর, তাঁতী দলের সভাপতি তাজউদ্দীন ও ওলামা দলের সভাপতি সাংবাদিক সোহরাব আলী প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে