কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাজায় হামালার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৪:৩৬ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাজায় হামালার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আাগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে গতকাল সোমবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ছাত্র পরামর্শ ও নিদেশনা আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের বক্তব্য ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, সহকারি রেজিস্ট্রার মাহবুবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

অপর দিকে গতকাল সোমবার বাদ জোহর ত্রিশাল গো-হাটা জামে মসজিদ থেকে ত্রিশালের সর্বস্তরেরর উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এবং এর আগে দুপর বারটার দিকে ত্রিশালের সর্বস্তরের ছাত্র ও তৌহিদী জনতা এবং ত্রিশাল হেল্প লাইনের উদ্যোগে পৃথক তিনটি বিশাল বিক্ষোভ মিছিল ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে