‘আমার ভাষায় আমার গল্প’- স্লোগানকে সামনে রেখে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল ০১৭১৪৫২৮৩৮৮ এবং ০১৩২৪১৮৪২৮২ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিশু ও তরুণের বুদ্ধিবিকাশ মঞ্চ ‘সম্পর্ক’ ও মণিপুরি ললিতকলা একাডেমি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। এতে পৃষ্টপোষকতায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক’ এবং প্রচারণা সহযোগী দন্ত-স ও সিনেট্রিপ। দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন নাটক ও নাট্য সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কবি ও চলচ্চিত্র নির্মাতা শুভাশিস সিনহা, সাংবাদিক চয়ন চৌধুরী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক উত্তম কুমার সিংহ।