কাউখালীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৪:৩৯ পিএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৪:৩৯ পিএম
কাউখালীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালীতে ১৭ মার্চ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হল রুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউশন(বারটান) এর আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। বারটান এর প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার। এ সময় প্রশিক্ষণ হিসেবে ছিলেন,  উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, সরকারি কর্মকর্তা বৃন্দ, মসজিদের ইমাম,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগামী ১৯ মার্চ প্রশিক্ষণ সমাপ্তি হবে। উদ্বোধনী দিনে খাদ্য, পুষ্টি, পুষ্টির উপাদান সময়ের কাজ, সুষম খাদ্য, স্বাস্থ্য বিষয়ক মৌলিক ধারণা দেওয়া হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে