কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ পিএম
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার সকালে সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজুর সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, বিএনপির প্রবীণ নেতা অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম, অ্যাডভোকেট মোঃ আফছার উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান বাবুল, মীর মাসুদ করিম, জহিরুল ইসলাম ফকির, নূর উদ্দিন, মেহেদী হাসান বাচ্চু সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। 
অনুষ্ঠিত সভায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে সমন্বয় করে আগামী দিনে দলের কর্মকাণ্ড আরো বেগবান ও সুদৃঢ় করার জন্য আহ্বান জানানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে