গাজীপুরের কালীগঞ্জে মরহুম সোহেল মোল্লা ও হাবিবুর রহমান নয়ন মাষ্টার স্মরণে কলাপাটুয়া প্রিমিয়ার লীগ সিজন-৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কলাপাটুয়া তরুণ সমাজের আয়োজনে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম তুহিন ও যুবনেতা জুয়েল শেখের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু। জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মেম্বারের পরিচালনায় খেলার উদ্বোধণী ঘোষণা করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বেলাল। বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছির আকরাম পলাশ, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ইমরান রেজা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জেড করিম জোবায়ের খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম মোড়ল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, ফ্রান্স প্রবাসী কুদরত আলী শেখ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মেম্বার, পর্তুগাল প্রবাসী কাউসার আহম্মেদ সুমন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মানসুর আহম্মেদ, সৌদি আরব প্রবাসী শাকেল ভূইয়া প্রমুখ।
মরহুম সোহেল মোল্লা ও হাবিবুর রহমান নয়ন মাষ্টার স্মরণে কলাপাটুয়া প্রিমিয়ার লীগ সিজন-৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুরন্ত কলাপাটুয়া বনাম কলাপাটুয়া সুপার স্টার অংশ গ্রহণ করেন। প্রথমে কলাপাটুয়া সুপার স্টার ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেন। জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে দুরন্ত কলাপাটুয়া ২ উইকেট হারিয়ে ৮৩ রান করে ৮ উইকেটে জয়লাভ করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাব্বির হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন রিদওয়ান হোসেন। দুরন্ত কলাপাটুয়া চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দল কলাপাটুয়া সুপার স্টারকে ১৫ হাজার টাকা প্রদান হয়।