কিশোরগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে মেধাবীদের সংবর্ধনা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:৪৩ পিএম
কিশোরগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে মেধাবীদের সংবর্ধনা

কিশোরগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে ব্যতিক্রমী মেধা স্বত্ব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা সদরের শ্রী নগর সড়কের ফার্মগেইট মোড় সংলগ্ন বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।  এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো:নূরুল হক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক ভুঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া । প্রধান আলোচক ছিলেন ফৌজিয়া হাবিব ওয়েল ফেয়ার ট্রাস্টি ও বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক কামরুন্নাহার কবিতা।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা মনির পরিচালনায় আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক সাবিকুন্নাহার,শিলা ভৌমিক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবছর ২৬ এপ্রিল পালন করা হয় বিশ্ব মেধাসম্পদ দিবস। মেধাই একটি দেশ ও জাতির ভিত্তি। জাতিসংঘের বিশ্ব মেধাসম্পদ সংস্থা ২০০০ সালে প্রথমবারের জন্য এই দিবসটি পালন করেছিল। বাংলাদেশেও এ দিবসটি পালিত হয়।

মেধাবীদের যোগ্য মূল্যায়নে দেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ নিয়ে কিছু তরুণ শিক্ষার্থীর ভাবনা তুলে ধরেছেন আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা। 

‘উদ্ভাবনভিত্তিক টেকসই উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে প্রয়োজন মেধার’ বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে তরুণ। তরুণ মেধাবীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। উদ্ভাবক, নির্মাতা ও উদ্যোক্তা হিসেবে তরুণদের মেধা, শক্তি, কৌতুহল এবং সৃজনশীলতাকে যথাযথভাবে ব্যবহার করা গেলে তা উদ্ভাবনভিত্তিক টেকসই উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে নিয়ামক হিসেবে কাজ করবে। তরুণদের নব উদ্ভাবন তথা মেধাসম্পদের ব্যবহার ও যথাযথ বণ্টনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব। বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবনের সুরক্ষা প্রদান করতে হবে, সেই সঙ্গে দেশীয় শিল্পের গতি ও রপ্তানি বাণিজ্যও বৃদ্ধি করতে হবে বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ভুঁইয়া জানান,আমাদের বিদ্যালয়ে সকল দিবস সমুহ উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে মেধাস্বত্ব  দিবস উদযাপন করা হয়।  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাবিবুর রহমান ভুঁইয়া সাহেবের একান্ত প্রচেষ্টা ও ফৌজিয়া হাবিব ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষার্থীরা অত্যান্ত সুনামের সহিত পাঠদান কার্যক্রমে এতদাঞ্চলে জ্ঞানের আলো বিকিরণ করছে। সেই সাথে নানা সাফল্য অর্জন করে সুনাম কুড়িয়েছে। বাংলাদেশ বেসরকারি কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় এবারে ৫১ জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৪৩ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। আজ সেইসব শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে