আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ ক্যাম্পাসে তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ,উপ-সহকারীদের গেজেটেড কর্মকর্তা হিসেবে প্রঙ্গাপন জারি,শিক্ষক সংকট দূরীকরণসহ ৮ দফা দাবি আদায়ের স্ব-পক্ষে বক্তব্য দেন।
সে সময় বক্তারা বলেন, এ দাবির স্ব-পক্ষে যখন শিক্ষকরাই বলছেন এটি শুধু শিক্ষার্থীদের দাবি নন এটা তাদের ন্যায্য অধিকার তখন মন্ত্রণালয় কেন চুপ। একইসঙ্গে শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ে সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। প্রয়োজনে আন্দোলন আরও বেগবান হবে।এ সময় উপস্থিত ছিলেন, শাহারিয়ার মুজাহিদ, আতিকুর রহমান সজল, রুবায়েত আক্তার আলভি, শাহিনুল ইসলাম শুভসহ সব সেমিস্টারের শিক্ষার্থীরা।