খানসামায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘোষণা ঘিরে উত্তেজনা

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৭:৩৫ পিএম
খানসামায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘোষণা ঘিরে উত্তেজনা

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্ত্বরে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের গ্রুপিং আবার প্রকাশ্যে রুপ নিয়েছে। এতে দুই গ্রুপের প্রোগ্রামের ঘোষণা ঘিরে উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে নেতাকর্মীদের মধ্যে চলছে কথার লড়াই।

বর্তমানে প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত খানসামা উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী এবং আরেকটি অংশ এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী। এই গ্রুপটি ইতিপূর্বে জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী ছিল। সম্প্রতি হাফিজুর রহমান সরকার এই আসনের রাজনীতিতে নিষ্ক্রিয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর সাথে কথা হলে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনাজপুর-৪ সংসদীয় আসনের চিরিরবন্দর উপজেলায় বিএনপির ব্যানারে দোয়া ও ইফতার মাহফিল করার ঘোষণা দিয়ে সফরসূচি প্রকাশ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা। এরপরই দুই পক্ষের গ্রুপিং ও দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিতে শুরু করে। কর্ণেল গ্রুপ দাবি করেন  সফরসূচি অনুযায়ী ১৪ মার্চ চিরিরবন্দর উপজেলার কারেঙ্গাতলী বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা করে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা। ফলে দোয়া ও ইফতার মাহফিল স্থগিত হয়। সেই হামলার প্রতিবাদে আহতদের পরিবারবর্গ ও এলাকাবাসীর ব্যানারে রবিবার (১৬ মার্চ) সকালে খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধন করার ঘোষণা দেয় কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা। এই মানববন্ধনে ঘোষণার পরই কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও উপজেলা বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে এর প্রতিবাদে ভিডিও বার্তায় একই স্থানে একই সময়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী হিসেবে পরিচিত উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, যুগ্ম আহবায়ক রবিউল আলম তুহিন এবং মোসলেম উদ্দিন সরকার। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই গ্রুপ তাঁদের নিজস্ব বিজ্ঞপ্তি ব্যবহার করে বিক্ষোভ কর্মসূচীর প্রচার-প্রচারণা করতেছে। একই স্থানে একই দিনে সমাবেশ ঘিরে ইতিমধ্যেই ফেসবুক ও স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চিরিরবন্দর উপজেলার ৬নং, ৯নং ও ১০নং ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চিহ্নিত চাঁদাবাজ বালু সন্ত্রাসীদের গুন্ডা-পান্ডারা হামলা চালিয়েছে আমার সমথর্ক বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত করার প্রতিবাদে এই মানববন্ধন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি বলেন, বিএনপি-কে দ্বিধাবিভক্ত ও আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের পূণঃর্বাসনের প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করছি। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, একই সময় ও একই স্থানে কর্মসূচী করতে বিএনপির দুই পক্ষকে নিরুৎসাহিত করা হচ্ছে।আলাপ-আলোচনা বা সমঝোতা করে জনসমাবেশ করতে তাদেরকে বলা হয়েছে এতে প্রশাসন ও পুলিশ তাদের সহযোগিতা করবে। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে