দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে " বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ মার্চ মকবুল হোটেল এন্ড রেস্তোরাঁয় মিডিয়া ও প্রচার বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান হয়। বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীরের আমির ক্বারী মো: আজিজুল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনে জামায়াত সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মতিউর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুন্নবী বাবু,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মন্জুরুল ইসলাম,সাংবাদিক আবেদ আলী, মাহাবুবুর রহমান আংগুর, মীর কাশেম লালু,মো: শাহিনুর ইসলাম, মাজেদুর রহমান নাজমুল ইসলাম মিলন, প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি মতিউর রহমান তার বক্তব্যে বলেন,সাংবাদিকদের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের মঙ্গল আসে। সকল সংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান তিনি।