গফরগাঁও হেল্পলাইনের আয়োজনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৬:৫৬ পিএম
গফরগাঁও হেল্পলাইনের আয়োজনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজান  উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাইনউদ্দিন কমিউনিটি সেন্টারে গফরগাঁও হেল্পলাইন এই অনুষ্ঠানের আয়োজন করে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন  গফরগাঁও হেল্পলাইনের সভাপতি ফখরুল ইসলাম রিফাত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, গফরগাঁও উলামা সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রোবেল মাহমুদ, গফরগাঁও হেল্পলাইনের উপদেষ্টা এবাদত হোসেন মানিক, প্রতিষ্ঠাতা সদস্য আকরাম হোসেন তাহসিন। শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে