গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ পিএম
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী । সোমবার বিকেল ৫টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ করে। মিছিলে নেতৃত্বে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর জামায়াতের আমির ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম ডাবলু, গোমস্তাপুর উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা আব্দুর রহমানসহ শিবিবের নেতাকর্মীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে