গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৪:০৫ পিএম
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৯ মার্চ) দুপুর ২টায় সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিলÑ "গাজায় গণহত্যা বন্ধ কর", "ইসরায়েলের আগ্রাসন রুখতে হবে", "ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও" ইত্যাদি।

মানববন্ধনে বক্তারা বলেন, "ইসরায়েল সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনের নিরপরাধ জনগণের ওপর হামলা চালিয়ে আসছে। বিশ্ব সম্প্রদায় যদি এখনই এ হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।"

তারা জাতিসংঘ, ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গাজার নিরপরাধ মানুষের রক্ত ঝরানো বন্ধ করতে হবে।"

মানববন্ধনে আরও বলা হয়, ফিলিস্তিনের সাধারণ মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্য, পানি ও চিকিৎসাসেবা সংকট চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বক্তারা বলেন, "বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে এবং থাকবে। আমরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়।"

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের আরও ভয়াবহ নজির স্থাপিত হবে।" তারা জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এসময় সিলেট মহানগর ছাত্রশিবিরের নেতারা আরও ঘোষণা দেন যে, "যতদিন ফিলিস্তিনের জনগণ নির্যাতনের শিকার হবে, ততদিন আমাদের প্রতিবাদ চলবে। আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলব এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেব।" মানববন্ধনে সিলেট মহানগর ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে