যুদ্ধ বিরতী ভঙ্গ করে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা চালিয়ে কয়েক’শ নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষনার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাযের পর বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসল্লী মিছিল সহকারে উপজেলা সদরের মেধা চত্ত্বরের সামনে এসে উপস্থিত হয়। মিছিল থেকে অবিলম্বে গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কার্যকর ভ’মিকা রাখার পক্ষে এবং ইসরাইল ও ভারতের বিপক্ষে বিভিন্ন শ্লোগান দেন তৌহিদী জনতা। এ সময় বক্তব্য রাখেন পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা সেলিম, বাজার জামে মসজিদের খতিব হাফেজ কেফায়েতউল্লাহ, হুমায়ুন কবির প্রমূখ। বক্তাগন বলেন অবিলম্বে মুসলমানদের উপর বর্বর ইসরাইল বাহিনীর হামলা বন্ধের আহবান জানান।