গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০২:৩১ পিএম
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার, চৌহাট্টা, কোর্ট পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা "ফ্রি প্যালেস্টাইন", "ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর" এবং "মানবতার পক্ষে, দখলদারিত্বের বিরুদ্ধে" স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিলÑ "গাজার শিশুদের হত্যা বন্ধ কর", "দখলদারদের বিচার চাই" এবং "রক্তপাত নয়, শান্তি চাই"।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েলের এই আগ্রাসন মানবতার বিরুদ্ধে যুদ্ধ। নিরীহ শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে কোনো দেশই টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না।”

তারা আরও বলেন, “এই নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে মানবাধিকারের সমস্ত মূল্যবোধ ধূলিসাৎ হয়ে যাবে। এখনই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া সবার নৈতিক দায়িত্ব।”

শিক্ষার্থীরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা শুধু স্লোগানেই থেমে থাকেননি; সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালিয়েছেন। অনেকেই  #FreePalestine I #StopIsraelAggression হ্যাশট্যাগ ব্যবহার করে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন। এক শিক্ষার্থী বলেন, "আমরা শুধু সড়কে নেমে প্রতিবাদ করছি না, ডিজিটাল মাধ্যমেও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছি। এটা শুধু একটি অঞ্চল নয়, এটি মানবাধিকারের লড়াই।”

উল্লেখ্য, ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল তা উপেক্ষা করে গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে শত শত নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। বিশ্বজুড়ে এই হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে, এবং সিলেটের শিক্ষার্থীরাও সেই প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে