সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।
দুই পবিত্র মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইম ফেসবুক পেজে জানিয়েছে, আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর ১৪৪৬/২০২৫ উদযাপিত হবে। দেশটিতে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়।