চীন সফর শেষে দেশের উদ্দেশ্য প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৪:৪৮ পিএম
চীন সফর শেষে দেশের উদ্দেশ্য প্রধান উপদেষ্টা

৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে নিজ দেশের পথে রওয়ানা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম দ্বিপক্ষীয় সফর।

শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। 

উল্লেখ্য, চারদিনের সফরে বুধবার (২৬ মার্চ) চীনে পৌঁছান মুহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) এশিয়ার ডেবোসখ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তিনি। তৃতীয় দিন শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। শি-এর সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে