জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায় : ড.আসাদুজ্জামান রিপন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০১:০৪ পিএম
জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায় : ড.আসাদুজ্জামান রিপন

আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই। আমরা কোন জমিদারের শাসন চাইনা। জনগণ ভোট দিতে চায়। জনগন একটি জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। 

মুন্সীগঞ্জ-২(লৌহজং-টঙ্গীবাড়ী)আসনের লৌহজং সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংঘঠনের উদ্যোগে ২৪’এর গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন-আকাঙ্খার বাস্তবায়ন দেখতে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।


তিনি আরো বলেন,আমরা এমন ব্যবস্থা চাই। আপনি যখন জনগণের বিরুদ্ধে যাবেন তখন তার পর যেনো আপনাকে ক্ষমতা থেকে,পালার্মেন্ট থেকে অনাস্থা দিয়ে নামানো যায়। সেই ব্যবস্থা চাই। সেটার নাম সংস্কার।আমরা সংস্কার চাই। কিন্তু নির্বাচন চাই।

ড.আসাদুজ্জামান রিপন আরো বলেন, বাংলাদেশে গত বছরের ৫ আগষ্ট একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। যেই সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই সরকার গত ১৫ বছরে বাংলাদেশে কোন নির্বাচন দেয়নি। ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন, ২০২৪ সালের নির্বাচন-সমস্ত নির্বাচনই বেআইনী।

তিনি অন্তবর্তীকালীন সবকারকে উদ্দেশ্যে করে আরো বলেন,আপনার সরকারের নাম একটি অন্তবর্তীকালীন সরকার। তার মানে একটা ট্রেন আসবে, একটা ট্রেন যাবে। আপনি একটা স্টেশনে আছেন। মাঝে একটি সবকার। আপনারা ইনটেরিম গভর্নমেন্ট।

তিনি আরো বলেন, ইনটেরিম গভর্নমেন্টের কাজটা কি।তাদের কাজ হচ্ছে বাংলাদেশে যাতে ভবিষ্যতে সিঙ্গাপুরের চেয়ে বড় দেশ হতে পারে। এখানে আন্তর্জাতিক মানের বিমান বন্দর হতে পারে। মানুষের কর্মসংস্থান হতে পারে।দেশে বিনিয়োগ হতে পারে, ছেলেমেয়েরা আরো ভালো শিক্ষা গ্রহণ করবে। শিক্ষকরা ভালো লেখাপড়া প্রদান করবে। আইন শৃঙ্খলা ঠিক থাকবে। বাড়াবাড়ি থাকবে না।এমন একটা ব্যবস্থার সূচনা করা, তাদের কাজ।

তিনি সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশ্যে আরো বলেন,নিজের বাপদাদার দেশে কেউ প্রধান অতিথি হয় নাকি। আমি এখানে প্রধান অতিথি হয়ে আসিনি। আমি প্রধান বক্তা হিসেবে এসেছি। এখানে আপনারা সবাই প্রধান অতিথি। নিজের বাপ দাদার দেশে যেই লোক প্রধান অতিথি হয় , তিনি অতিথি নেতা। তিনি প্রকৃত নেতা নয়।

শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় মুন্সীগঞ্জ-২(লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংঘঠনের উদ্যোগে ২৪’এর গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন-আকাঙ্খার বাস্তবায়ন দেখতে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লৌহজং থানা বিএনপি নেতা শেখ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আতাউর রহমান খান,শাহ কামাল ঢালী, জিয়াউল ইসলাম মাসুদ, রোমান মিয়া, রহিম মৃধা , জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সোলায়মান তপু, মাসুদ পারভেজ ,অহিদুল ইসলাম ওহিদ, সুরুজ শেখ, শাহাদত হোসেন প্রমুখসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে