মুন্সীগঞ্জের গজারিয়ায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহিদ হাসান ভুলু (৪৭) নামের পিকাপ চালক নিহত হয়েছেন। নিহত চালক জাহিদ হাসান বগুড়ার আদমদীঘি উপজেলার তারাই গ্রামের আয়াত আলীর ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরি সামনে সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, উল্লেখিত এলাকায় মহাসড়কের জাহিদ হাসান তার বিকল হওয়া পিকাপ মেরামত করার কাজ করছিল। ওই সময় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: শওকত হোসেন।