জৈনপুরী হুজুর আগমনে দৌলতখান ঈদগাহে ব্যাপক প্রস্তুতি

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৩:৪৬ পিএম
জৈনপুরী হুজুর আগমনে দৌলতখান ঈদগাহে ব্যাপক প্রস্তুতি

ভোলার দৌলতখান কেন্দ্রীয় ঈদগা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে বেশ জোরেশোরে। ভোলা জেলার সবচেয়ে বড় ঈদগাহ দৌলতখান। ঈদের রাজধানী দৌলতখানের কেন্দ্রীয় ঈদগাহে জৈনপুরী হুজুর নামাজ পড়ানোর জন্য মাঠ প্রস্তুতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে । হুজুরের আগমনের  সংবাদ জেলা জুড়ে ছড়িয়ে পড়লে মুসল্লিরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। এবছর এ ঈদগাহে অর্ধ লক্ষ মুসল্লী যাতে একসাথে নামাজে অংশ নিতে পারে সে বিষয়টি বিবেচনায় রেখেই ঈদগাহ প্রস্তুতি কমিটি কাজ করছেন। ঈদের জামাতের আয়োজক কমিটি শেষ মূহুর্তে তড়িঘড়ি করে প্রস্তুতি সম্পন্ন করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে। এ বারের ঈদুল ফিতরের বিশাল  জামায়াতে ইমামতি করবেন এশিয়া উপমহাদেশের বিখ্যাত আলেমেদ্বীন জৈনপুরী পীরে কামেল মরহুম  হযরত মাওলানা হাসনাইন আহমেদ সিদ্দিকী হুজুরের ছোট ভাই মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী। বিগত তিন দশক পর জৈনপুরী হুজুরদের পরস্পর  বংশীয় কোন পীর ঈদের জামাতের ইমামতি করবেন।  জৈনপুরী পীর ওসামা আহমেদ সিদ্দিকী শুক্রবার ২৮ মার্চ দৌলতখান খানকায় এসে পৌঁছেছেন। সরজমিন, ঈদগা মাঠে গিয়ে দেখা যায়, এবারের ঈদগা মাঠ প্রস্তুত ও সজ্জিত করার লক্ষ্যে নতুন আঙ্গিকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের জামাতের ইমামতি করার জন্য প্রথম মিম্বরকে রকমারি টাইলস দিয়ে সংস্কার ও সুসজ্জিত করা হয়েছে। নামাজ ও খুতবা শেষে হুজুর  মুসল্লিদের সাথে সালাম ও কুশল বিনিময় করার জন্য মাঠের দ্বিতীয় মিনারাকেও সংস্কার করে ধোয়া মোছা চলছে। উঁচু নিচু মাঠকে রোলার দিয়ে সমতল করা হচ্ছে। মায়ের দোয়া ও দৌলতখান ডেকোরেটরের শ্রমিকরা বাঁশের পেন্ডেল তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছে। খোলা আকাশে চৈত্রের সূর্যের তীব্র তাপদাহ থেকে  মুসল্লিদের প্রশান্তি দিতে উপরে মাঠ জুড়ে সামিয়ানার ব্যবস্থা নেয়া হয়েছে। বিশাল ঈদগা মাঠের চতুর্দিকের গাছে গাছে চুনা ও রং দিয়ে সজ্জিত করা হচ্ছে। জৌনপুরী হুজুর আগমনে ঈদগাহ মাঠের প্রবেশপথের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণের কাজ চলছে। ঈদের এ বিশাল জামাতে শরিক হওয়ার জন্য ভোলা জেলার বিভিন্ন উপজেলার মুসল্লী ছাড়াও আশপাশের এলাকা ও পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী ও নোয়াখালী জেলার লোকজন ইতোমধ্যে দৌলতখানে  আত্মীয়স্বজনের বাসা বাড়িতে অবস্থান নিতে  শুরু করেছে। কেন্দ্রীয় এ ঈদগাহে একসাথে একত্রে নামাজে অংশ নিতে উপজেলার প্রত্যন্তাঞ্চলের মসজিদ গুলোতে ঈদের নামাজ স্থগিত রাখা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে