পিরোজপুরের কাউখালীতে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। রবিবার (৩০ মার্চ) উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে প্রায় ৫০ টি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করেন। শিয়ালকাঠি এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে সকাল আটটায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করি ও ঈদ উৎসব পালন করি। রমজান মাসেও আমরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র রমজান শুরু করি।