পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিমূলক সিরিজে শুভসূচনা করলো কিউইরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কিউইদের। উইল ইয়ং ফিরেছেন দলের ৪ রানের মাথাতে। আরেক ওপেনার রাচিন রবীন্দ্র ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৯ বলে ২৫ রান করে আউট হয়েছেন রাচিন। দলের ৩৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছে কিউইরা। এরপর ইনিংসে মেরামতের কাজে নামেন কেইন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল। দুজন অবশ্য ছিলেন দুই মেরুতে। উইলিয়ামসন এগিয়েছেন রয়েসয়ে। মিচেল ছিলেন আগ্রাসী। ফিফটি ছুঁয়েছেন দুজনই। উইলিয়ামসন ফিফটির পর আর বেশি দূর আগাতে পারেননি। ৮৯ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলের ১৩৪ রানের মাথাতে বিদায় নিয়েছেন উইলিয়ামসন। মিচেল টিকে ছিলেন। ফিফটি ছুঁয়ে আগাতে থাকেন সেঞ্চুরির দিকে। টম ল্যাথাম অবশ্য সুবিধা করতে পারেননি। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন ল্যাথাম। এরপর মিচেলের সাথে যোগ দেন গ্লেন ফিলিপস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন ফিলিপস। মিচেল সেঞ্চুরির পথে থাকলেও সেঞ্চুরিটা ছুঁতে পারেননি। ৮৪ বলে ৮১ রানের ইনিংস খেলে দলীয় ২০০ রানের মাথায় আউট হয়েছেন মিচেল। এরপরের গল্পটা শুধুই ফিলিপসময়। মারমুখি ব্যাটিংয়ে পিটিয়ে বোলারদের ছাল তুলেছেন ফিলিপস। ফিফটি ছুঁয়ে দুর্দান্ত প্রতাপে এগিয়েছেন সেঞ্চুরির দিকে। শেষ দিকে যোগ দেন মাইকেল ব্রেসওয়েল। ২৩ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন ব্রেসওয়েল। ফিলিপসের ঝড়ো ব্যাটিং থামেনি। ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৪ বলে ১০৬ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন ফিলিপস। শেষ দিকে ৫ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন মিচেল স্যান্টনার। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ৮৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি। এছাড়া ২ উইকেট নেন আবরার আহমেদ। ১ উইকেট তুলেছেন হারিস রউফ। জবাব দিতে নেমে ফখর জামানের ব্যাটে চড়ে ভালো সূচনা পায় পাকিস্তান। তবে আরেক প্রান্তে বাবর আজম এগোচ্ছিলেন ধীরেসুস্থে। উদ্বোধনী জুটি থেকে এসেছে ৫২ রান। ২৩ বলে ১০ রান করে বিদায় নিয়েছেন বাবর। তিনে নেমে ফখরের সাথে যোগ দেন কামরান গুলাম। ধীরেসুস্থে এগিয়েছেন গুলামও। ৩২ বলে ১৮ রান করে বিদায় নিয়েছেন তিনি। ফখর ছুটছিলেন। ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে আগাতে থাকেন ফখর জামান। মারমুখি ব্যাটিংয়ে কিউই বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন ফখর। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান হতাশ করেছেন। ১১ বলে ৩ রান করে বিদায় নিয়েছেন রিজওয়ান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থেমেছেন ফখর। ৬৯ বলে ৮৪ রানের চোখধাঁধানো এক ইনিংস খেলে দলের ১১৯ রানের মাথাতে আউট হয়েছেন পাকিস্তানি ওপেনার। ফখরের আউটের পর কিছুটা ঝিমিয়ে পড়ে পাকিস্তানের ইনিংস। শুরুতে প্রতিরোধ গড়েছেন তৈয়ব তাহির এবং সালমান আঘা। তবে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। তাহির আউট হয়েছেন ২৯ বলে ৩০ রান করে। বিপিএল মাতানো খুশদিল শাহও প্রত্যাশা মেটাতে পারেননি। ১৮ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। সালমান ৫১ বলে করেছেন ৪০ রান। শেষ দিকে ধুঁকেছেন টেইলএন্ডাররা। ধুঁকতে ধুঁকতে ২৫২ রানের মাথায় অলআউট হয়েছে পাকিস্তান। ৭৮ রানের সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনার। ২ উইকেট তোলেন মাইকেল ব্রেসওয়েল। ১ উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস।