ঝিনাইগাতী মহিলা আ’লীগ নেত্রী গ্রেপ্তার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৭:০৮ পিএম
ঝিনাইগাতী মহিলা আ’লীগ নেত্রী গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে শুক্রবার (১৪ মার্চ)) ভোরে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা-পুলিশ। তিনি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে।

পুলিশ জানায়, আয়শা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ শুক্রবার ভোরে তেঁতুলতলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW