টানা চতুর্থ মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি নির্বাচিত হলেন শাম্মি সিলভা। এই নিয়ে তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএলসির সভাপতি নির্বাচিত হলেন তিনি। টানা চারবার লঙ্কান বোর্ড প্রধানের চেয়ারে শাম্মি সিলভা। আগের নির্বাহী কমিটির প্রায় সব সদস্যকে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতেছেন তিনি। ২০২৫-২০২৭ সাল পর্যন্ত দুই বছরের জন্য বোর্ড প্রেসিডেন্টের পদে থাকবেন সিলভা। তৃতীয়বারের মতো সিলভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদটি অর্জন করেছেন। তার দলের বাকি সদস্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন। সিলভার দলের বাদবাকি সদস্যরা আগের মতোই আছেন। ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত ধর্মদাশা ও রবিন বিক্রমারত্নে। সুজিওয়া গোডালিয়াদ্দা, চ্রিসান্থা কুপুভাত্তে এবং লাসান্থা বিক্রমাসিংহে যথাক্রমে কোষাধ্যক্ষ, সহকারী সম্পাদক এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে বহাল রয়েছেন। নির্বাহী কমিটির একমাত্র নতুন মুখ বান্দুলা দিসানায়েকে। মোহন ডি সিলভার পদত্যাগের পর থেকে কুপুভাত্তে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।