খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
এসময়ে বক্তব্যদেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, ইউআরসি মো: মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, প্রধান শিক্ষক সালমা রহমান, আইসিটি অফিসার শেখ সুমন হাসান, শিক্ষক শফিকুল ইসলাম, রতন মন্ডল প্রমুখ।