চিতলমারীতে কেন্দ্রীয় বিএনপি নেতার ঈদবস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৪:২১ পিএম
চিতলমারীতে কেন্দ্রীয় বিএনপি নেতার ঈদবস্ত্র বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে সহস্রাধিক নারী-পুরুষের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদর সরকারি এস.এম. মডেল মাধমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতিতে এই ঈদ উপহার প্রদান করা হয়। 

এ সময়  প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, আমার সাধ আছে তবে সাধ্য সীমাবদ্ধ।  সামান্য ঈদ উপহার আপনাদের জন্য। আমি জানি চাহিদার তুলনায় এটা অতি সামান্য। এ মুহুর্তে ১লাখ শাড়ী দিলেও ঘাটতি থেকে যাবে। কারন আমার দল অনেক বড়। তবে চেষ্টা করছি কিছুটা আপনাদের হাতে তুলে দিতে। তিন থানায় যতটুকু দিয়েছি মোটামুটি সন্তোষজনক। আপনারা আনন্দের সাথে ঈদ উপভোগ করবেন এটা আমার প্রত্যাশা। কেউ দলের মধ্যে বিরোধ সৃষ্ঠি করবেন না। ধানের শীষের ভোট যেন না কমে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করবেন। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।  জিয়া পরিবারের প্রতি আস্থা রাখবেন। সর্বপরি আমার পরিবারের জন্য দোয়া করবেন।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, যুগ্ন আহবায়ক শোয়েব হোসেন গাজী, যুগ্ন আহবায়ক শরিফুল হাসান অপু, যুগ্ন আহবায়ক মোঃ শিপন মুন্সী, যুব দলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, সেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, শ্রমীক দলের সভাপতি মোঃ ইউসুব আলী শেখ সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে