ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা ফোরামের ঈদ শুভেচ্ছা বিনিময়

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০১:৩৩ পিএম
ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা ফোরামের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা ফোরামের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও  মতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো: মোস্তাফিজুর রহমান টুলু। বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বান্ধব নেতা  ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা ফোরামের সভাপতি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুস সবুর মাতুব্বর।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড নুরে আলম সোহাগ। আন নাজাত হজ্জ সার্ভিস এর পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান মিজান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের বরিশাল জেলা সেক্রেটারি  মুহাম্মদ আবুল কাসেম। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আরিফ আহমেদ মুন্না, মো: আরিফ হোসেন (আমার দেশ), শফিকুল ইসলাম, আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে