দিঘলিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৮:২২ পিএম
দিঘলিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার ওসি তদন্ত মোঃ টোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার,বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW