দীর্ঘ বিরতির পর প্লেব্যাকে ফিরলেন মিলা

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০২:৩৬ পিএম : | আপডেট: ২৪ মার্চ, ২০২৫, ০৭:২৯ পিএম
দীর্ঘ বিরতির পর প্লেব্যাকে ফিরলেন মিলা

বাংলাদেশের সংগীত জগতে একসময় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পপ তারকা মিলা ইসলাম আবারও ফিরলেন প্লেব্যাকে। ‘বাবুরাম সাপুড়ে’সহ একাধিক হিট গানের মাধ্যমে শ্রোতাদের মনে স্থায়ী আসন গড়ে নেওয়া এই গায়িকা ব্যক্তিগত জীবনের নানা জটিলতায় দীর্ঘদিন ধরে সংগীতের আড়ালে ছিলেন। তবে সময়ের পরিক্রমায় তিনি আবারও সংগীতাঙ্গনে সক্রিয় হচ্ছেন।

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করেছেন মিলা। বিয়ে, বিচ্ছেদ ও মামলার কারণে দীর্ঘ সময় সংগীত থেকে দূরে ছিলেন তিনি। তবে গত বছর থেকেই তিনি মঞ্চে ফিরে আসেন এবং আবারও গান গাইতে শুরু করেন। এবার ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ইনসাফ’-এর মাধ্যমে তিনি ফিরলেন প্লেব্যাকে।

‘ইনসাফ’ সিনেমার জন্য ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবো রে ধরে’ শিরোনামের গানটি গেয়েছেন মিলা। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, আর সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন।

এ প্রসঙ্গে মিলা বলেন, ‘শওকত আলী ইমনের সুরে গাওয়ার সুযোগ পেয়ে আমি দ্বিধা করিনি। এটি এমন একটি গান, যা আমার ভক্তরা পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি। আমি গানটিতে কণ্ঠ দিতে দারুণ উপভোগ করেছি।’

এদিকে, ঈদুল ফিতরে তাঁর নতুন কোনো একক গান প্রকাশের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মিলা। তবে ঈদের পর তিনি কনসার্টে নিয়মিত অংশ নেবেন বলে জানান।

উল্লেখ্য, ‘ইনসাফ’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবিতে নায়ক হিসেবে রয়েছেন শরীফুল রাজ, আর তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW